সদাশয়!
কি আর বলব ভাই
অনেক সময় কতো
সুখ শান্তি অবশেষে
আবার দু:খ দুর্ভোগ
দিশেহারা হয়ে যাই!
জীবনে এসব থাকে
যন্ত্রণা যাতনা বেদনা
কষ্ট সব কিছু রেহাই
দিয়ে মোদের দয়ালু
স্রষ্টা নিরাপদে রাখে!
আল্লাহ পাক দয়াময়
সীমাহীন মেহেরবান
তাঁর অনুগ্রহের ফলে
মানুষ আরো অন্যান্য
সবার জন্যে সদাশয়!