সন্দিহান
মানব জীবনের সংবিধানই হলো ধর্ম
এ চিরন্তন সংবিধান মানুষের ইহ ও
পরকালের কল্যানের জন্য শ্রেষ্ঠ কর্ম।
প্রত্যেক দিন আমাদের মনে যু’দ্ধ হয়
যখন অনুভব করতে পারি তা কঠিন
হলেও হাল ছাড়ার যেন মনে না সয়।
মোদের নেতিবাচক চিন্তা ভাবনা তবে
প্রতিরোধ করে যাবে আরো সমস্যার
ঊর্ধ্বে উঠার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।
ছাড়বনা মোরা এ সিদ্ধান্ত নিতে হবে
মনে সংকল্প রেখে অগ্রসর হতে রবে
যখন সন্দেহ এবং ভয়ে ভুগবো তবে।
তখন এক অবস্থান অবশ্য নিতে যাবে
আরো বলতে হবে আমরা কখনই হাল
ছাড়ব না এতে আল্লাহর সাহায্য পাবে।