স্বার্থপর
জীবনে আমরা অনেকে স্বার্থপর
সত্য কথা বলেও মতের বিপরীত
হলে পরে তবেই আপন হয় পর।
এ ধরায় কত কার থেকেই বেশি
যেভাবে হউক আয়ত্ত করে নিবে
ভোগ দখলে অধিক হলেই খুশি।
কত অতিরিক্ত আসলো তা লক্ষ্য
হারাম হালাল কোন ভ্রুক্ষেপ নেই
যা পাবে হজম করতে আরো দক্ষ।
রাস্তা ঘাট বাজার হাট সর্ব স্থানে
সুযোগ পেলেই তারা আত্নসাথে
ব্যস্ত থাকে যেন অভ্যাসের টানে।