স্রষ্টাকে স্মরি!
অনেক স্নেহের বন্ধু তুমি
মায়া মহব্বত করি আমি।
শুনো আমার মনের কথা
বুক ভরা আছে যত ব্যথা।
তোমার ব্যথায় কষ্ট পাই
অশান্তির দায় মুক্তি চাই।
মোরা স্রষ্টার ভরসা করি
দিন রজনী তাঁকে স্মরি!
আল্লাহ ছাড়া উপায় নাই
তাঁর অনুগ্রহে শান্তি পাই!
দুর্ভোগ দুর্গতি দূরে নেন
কষ্ট সহিবার শক্তি দেন!
সৃষ্টি কর্তা কত দয়াবান
দান করেন যত কল্যাণ!
উপাসনাতে শক্তি দিলে
অন্তরে বেশ শান্তি মিলে!