৫ সহজ উপায়ে Google থেকে প্রচুর আয় করার পদ্ধতি :
সকাল থেকে রাত অবধি সর্বক্ষণ গুগল (Google) যেন আমাদের নিত্য কাজের সঙ্গি হয়ে উঠেছে।
নিত্য প্রয়োজনীয় যে কোন ছোটখাটো সরকারেরই সার্চ করে নেন গুগলে।
গুগল একটি সার্চিং এক নয় এটি একটি জনপ্রিয় টুল যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
এমন কি আপনি চাইলে উপার্জন করতে পারেন গুগল থেকে।
বিভিন্ন উপায়ে আপনি গুগল থেকে উপার্জন করতে পারেন।
আপনার দক্ষতা এবং লক্ষ্যের উপর ভিত্তি করেই পছন্দ মত উপার্জন পদ্ধতি নির্বাচন করতে পারেন।
এরকমই কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো গুগল অ্যাডসেন্স, প্লে স্টোর, ক্লাউড ইত্যাদি অ্যাপের মতো পরিষেবাগুলি।
গুগল অ্যাডসেন্স (Google AdSense):
Google Adsense এটি হলো একটি বিজ্ঞাপনমূলক অ্যাপ।
এটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে টাকা উপার্জন করতে পারেন।
একজন ইউজার আপনার বিজ্ঞাপন ওপেন করলে এবং আপনি তার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারবেন।
গুগল প্লে স্টোর (Google Playstore):
গুগল প্লে স্টোর গুলো একটি ডিজিটাল স্টোর যেখানে আপনি অ্যাপ গেম মিউজিক সিনেমা এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী বিক্রয় মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।
গুগল ক্লাউন প্ল্যাটফর্ম (Google Cloud):
Google grounse platform হল একটি ক্লাউন্স কম্পিউটারিং পরিষেবা।
যার মাধ্যমে আপনার ওয়েবসাইট অ্যাপ এবং অন্যান্য এপ্লিকেশন চালানোর জন্য কম্পিউটার এবং নেটওয়ার্কিং পরিষেবা পান।
Google ব্লাউজ প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আপনার গ্রাহকদের কাছ থেকে পরিষেবা চার্জ নিতে পারেন।
গুগল সার্ভে (Google Survey):
গুগল সার্ভে হল একটি সমীক্ষা মূলক অ্যাপ। এটির সাহায্যে আপনি আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে মানুষের কাছে কোন প্রতিক্রিয়া নিতে পারবেন এবং এর জন্য গুগল আপনাকে প্রদান করবে অর্থ।
আপনি একটি সমীক্ষা সম্পূর্ণ করার মাধ্যমে উপার্জন করতে পারবেন অর্থ।
তবে যে কোনো পদ্ধতিতেই সফলতা পেতে হলে আপনাকে প্রচেষ্টা করতেই হবে।
সফলতা পেতে গেলে সময় এবং পরিশ্রম সমানভাবে প্রয়োজন।
তাই আপনি যে পদ্ধতি অবলম্বন করুন না কেন তার মধ্যমে অর্থ উপার্জন করতে বেশ কিছুটা সময় লাগবে আপনার।