অকূলের কূল !
দয়াময় তোমারি নাম রয়েছে জানা
সবে ডাকতে পারে নেই কোন মানা
দয়াতে ই সকলকে দেও তুমি পানা!
তারা রয় ভাঙা ঘরে কত কষ্ট করে
দারুণ ব্যাধি আরোও ভোগে জ্বরে
খাবারও জোটে না অনাহারে মরে!
ভিক্ষা করে কতো ঘুরে দ্বারে দ্বারে
স্মরণ করেই তবু নাম ভোলে নারে
দু:খী দীনহীন ডাকে আকুল প্রাণে!
যারাই উপায়হীন ডেকে ফিরে তারা
সব তোমারি বান্দা তুমি দাও সাড়া
করুনাতে মুক্তি কত পেয়েছে যারা!
আল্লাহর রহমত সবার প্রতিই হলে
অসীম কৃপার ফলে কষ্ট যায় চলে
অকূলেরই কূল ও সুখ শান্তি মিলে!