অনুপ্রবেশ
জনগণকে লুটপাট আরোও শোষণ করে যারা
দৃঢ়তার সঙ্গে অনেকে বলেন প্রায় দলের মধ্যে
জায়গা নেই লুণ্ঠকদের কিন্তু বাস্তবতায় কি সে
রকম দুর্নীতির বিরুদ্ধে যারা এক সময় দিনের
পর দিন করেছেন গলাবাজি আজ অন্দরে সুঁই
হয়ে প্রকৃতপক্ষেই অনুপ্রবেশও করেছেন তারা।
পরিচয় আছে ওদের সবার ভালো রকম জানা
বিভিন্ন কৌশলে এরা দলের অভ্যন্তরেও গোড়া
থেকে আগা পর্যন্ত প্রতাপশালী হয়ে বিরাজমান
এখন দলকে এরা নিজেদের অভয়ারণ্য করেও
বানিয়েছে জানেন সংশ্লিষ্টরা ওদের ভেতর বাসা
বেঁধেছে যেন কেউ কখনো করতে পারেনা মানা।
কতো কি যেনো বুঝে আর না বোঝার ভান করে
বটবৃক্ষের ছায়ায় নিচে আশ্রয় এবং রঙ বদলিয়ে
লম্বা জিভ বের করে গিরগিটির মতো বড় শিকার
ধরবার জন্য বসে আছে পেলে খপ করেও গিলে
ফেলে এরা সর্বদাই সুযোগ সন্ধানী নির্দ্বিধায় করে
যাচ্ছে বহুবিধ অপকর্ম আরো সাধুতার বেশ ধরে।
পরিচালনা করতে রয় ক্ষমতার উন্মাদনায় কত
তৃণমূল পর্যায়েও নিজেদের ইচ্ছা-নুযায়ী এদের
যেন প্রতিরোধ ও দমন করা সম্ভব হয়েই উঠেনি
কিন্তু এদেরকে থামাতেনা পারলে সফলতা ব্যর্থ
হয়ে যেতে পারে যা চলছে এখন তা এভাবে তো
চলতেও মেনে নেয়া যায় না কখনো কোন মতে।
সেহেতু অবশ্যই এভাবে চলতে দেয়াও সম্ভব নয়
এর মধ্যে সাধারণ মানুষকে আরও কতো দুর্ভোগ
দুর্গতি দু:খ কষ্ট হবেই পোহাতে অসংখ্য অগনিত
রক্তক্ষরণ হবে তা বলাই কঠিন এমন অনিশ্চয়তা
দেশ ও জাতির জন্য আনে না কল্যাণ বয়ে আর
লুটেরা যতোই বড় হোক সকলে রুখতে যেন রয়।