অন্তরংগ
প্রকৃত বন্ধু তারা দ্বিধা না করেই যারা যত্ন নেয়
কোন শর্ত ছাড়া ও ভালবেসে অল্প যোগাযোগ
রাখা সত্বে ভুল-ত্রূটি সহ্য এবং ক্ষমা করে দেয়।
বন্ধুত্ব মানে কাহারো দোষ তুলিয়ে দেওয়া নয়
বরং তা মার্জনা করে শুধু ত্রুটি শুধরিয়ে নিয়ে
তাকে বুঝতেও চেষ্টা করার যেনো সুযোগে রয়।
আর বেস্ট ফ্রেন্ড মানে একটা জোকারের মতো
হাসানোর জন্য প্রচেষ্টা চালাতে থাকে অবিরত
আরো আন্তরিকতা দিয়ে কাঁদানো রাখে বিরত।
খারাপ বন্ধুরা সমুদ্রের তরঙ্গের মত থাকে যতো
তারা হতাশার সঙ্গে সব সময় আমাদের আঘাত
করে কিন্তু ভালো বন্ধু আকাশের নক্ষত্রের মতো।
আন্তরিকতায় মায়ের মতই আগলে রাখবে যত্নে
মনের মতো এবং অন্তরংগ বন্ধু হলে তারা তখন
আপনাকে ভাল অবস্থানে রাখবে তাঁদের সযত্নে।