অন্তরে নূর নেই !
আল্লাহ কোন শাসকের মঙ্গল চান যখন
তিনি তারই জন্যও সত্যনিষ্ঠ শুভাকাঙ্খী
একজন মন্ত্রী নিযুক্ত করে দেন যে তখন।
শাসক কখনো বা কোন কথা ভুলে গেলে
সে তাঁকে তাহা স্মরণ করিয়ে দেয় আরো
স্মরণ থাকলে তারাই সাহায্য করে ফেলে।
আল্লাহ পাক যখন তাঁর যত অমঙ্গল চান
তখন তিনি কত অসৎ মন্ত্রী নিযুক্ত করেন
যে ভুল হলে স্মরণের সহযোগিতা না পান।
কারণ তার অন্তরে কখনো নেই কোন নূর
যা তাঁকে যেন ওপরে উঠাবে স্বভাব ও কর্ম
খারাপের কারণে তাকে রাখে অনেক দূর।
দুঃখে সুখে সর্বাবস্থায় আনুগত্য করে যারা
সৎ আর সত্যনিষ্ঠ কোনো ভালো শাসকের
সাহায্যে প্রতিনিয়ত উন্নতি লাভে রয় তারা।