অন্তরে বিষ !
যারা নিয়ম ছাড়া চলে
তাদের মূল্যায়ন আছে
রাস্তা ঘাট নগর বন্দরে
কখনো অনেক মিলে।
খেয়ালীপনাতেও যতো
হর হামেশা দায় দায়িত্ব
এড়িয়ে গেলেও অনেকে
ওদের স্নেহ করে ততো।
যাদের মুখে জোর বেশ
তারা তাল মিলিয়ে চলে
যখন কারো সাথে সাক্ষাৎ
ঘটে থাকে ফুর্তির রেশ।
আরো কতোই টকবাজ
আচার আচরণেই উন্নত
মুখে মধু ও অন্তরে বিষ
মুলত তারাই ধান্দাবাজ।