অপরূপ সৌন্দর্য
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ,
মনোরমে নেই কোন ই বিরুপ।
দুটি পাতা একটি কুঁড়ির দেশ,
আমাদের এদেশ সুন্দর বেশ।
চতুর্দিকে শুধু মোহনীয় সবুজ,
মসজিদ মিনারে কতই গম্বুজ।
পাহাড় পর্বত আর তরুলতা,
একই রকম রঙ যেন যথাতথা।
নেই লোভনীয় রুপের গৌরব,
বিস্তৃত আছে ফুলের সৌরব।
আমরা ভাগ্যবান যত স্বদেশী,
মনোহরেই মুগ্ধ কতো বিদেশী।