অপেক্ষা করো !
যারা অপেক্ষা করে তারাই পায়
কষ্ট সহিষ্ণু অধ্যবসায়ী সমাজে
যতো লোক আছে সৃষ্টি কর্তার
অসীম দয়ার ফলেই মুক্তি পায়।
যারা তাড়াহুড়া করে তারা ব্যর্থ
সময়ের কোন মূল্যায়ন করেনা
শুধু পাই আর পাই কত যে খাই
এ ধান্ধায় রয় লাভ হয় না স্বার্থ।
মানুষ তার নিজের কাছে নির্ভুল
কতো আছে মনের স্বাধীনতাতে
জীবন যাপন করে ইচ্ছায় যতো
ধরে যার ফলশ্রুতিতে করে ভুল।
ভুলকেও নির্ভুল ভেবে ভুল করে
অবহেলা আরো খামখেয়ালীতে
অনেকেই মূল্যবান জীবন নষ্টের
পরে ভাগ্যের কত না দোষ ধরে।
মানুষ তার নিজের কাছে নির্ভুল
প্রতিটা মানুষ এ জন্যে ভুল করে
ফলে ভুলকে নির্ভুল ভেবে মানুষ
করে আরো খুব বেশীই বড় ভুল।