অপ্রাপ্তির বেদনা !
কান্নার জল সকলে দেখে
হৃদয়ের যতো কষ্ট কেহো
কখনো কোনো দিন তাহা
কদাচিৎও দেখেনি চোখে।
পাওয়ার সুখ শান্তি থাকে
আর অপ্রাপ্তির বেদনা যা
সারা জীবনে ভোলার নয়
ভোগের মধ্যে রাখে যাকে।
অন্যকে এমন কথাই বলো
যে কথা বার্তায় কারো মনে
কখনো কষ্ট দুর্গতি না দেয়
তা সর্বদা লক্ষ্য করে চলো।
কারোও মনে আঘাত দিলে
সে যাতনার কারণে আল্লাহ
তায়ালার আরশ নড়ে আর
তাঁর যতো অসন্তোষ্টি মিলে!