অবহেলা
দু:খ দুর্ভোগের সংসার যার
জ্বালা যন্ত্রণাতে কত ভোগে
শতো কষ্টের জীবনটি তার।
সকাল দুপুর বিকেল বেলা
অধিক পরিশ্রম করে আর
কাজে কর্মে নেই অবহেলা।
কখনোই করেনা হেলাফেলা
আয়ের ধান্দায় রয় কিভাবে
সে তাড়াবে অভাবের জ্বালা!
কঠিন পরিশ্রমে অভ্যস্ত যারা
সত্য আরো নিষ্ঠাবান হলে ই
আল্লার দয়ায় সুখী হয় তারা!
খোদার কৃপাতে কতো রহমত
উপাসনা আরাধনায় লাভ হয়
আর্থিক মানষিক সব বরকত!