অভিভূত
যারা কাপুরুষ তারা ভাগ্যের দিকে চেয়ে রয়
পুরুষ চায় নিজ শক্তির দিকে যেনো নিজের
বাহুই তাদের টেনে তুলবে অন্য কিছুতে নয়।
যার যেটা নেই সে কখনো মূল্য বুঝে না তার
সেটির মূল্য বুঝে একমাত্র সেই ব্যক্তি আগে
কোন জিনিস ছিল কিন্তু এখন তা নেই যার।
জীবনের অনেক ব্যর্থতায় এমন লোক যারা
হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে
সাফল্য অর্জনের কত কাছাকাছি ছিল তারা
ইগো শয়তানের একটি বড়ো হাতিয়ার হলো
বেশ বুদ্ধিমান যোগ্যতাসম্পন্ন মানুষদেরকেও
শীঘ্র বিপর্যয়ের দিকে নেয়ার সুযোগ পেলো।
পুরো জনম ঝড়ের জন্য অপেক্ষা করেন যদি
তবে প্রতিনিয়ত যথাসাধ্য চেষ্টা করেও সূর্যের
আলো উপভোগ করা অসম্ভব জীবন অবধি।
সব চেয়ে ভাল কাজ কর্ম করতে পারেন যিনি
তাতে বেশী সুখী হতে পারলে তবে অধিকাংশ
মানুষের চেয়ে কিন্তু শত এগিয়ে যাবেন তিনি।