অভিসার
আজব দেশ বাংলাদেশ,
অনুসরণ সবচেয়ে বেশ।
অনুকরণ কতই না আছে,
সেদিক দিয়ে নেইতো পাছে।
প্যান্টের হাঁটু দু’টি ছিড়া পরে,
ঘোরে তারা গর্ব ভরে।
হাফ প্যান্ট পরে ঘুরছে অনেক,
শরিয়তের নেই কোন তিলেক।
চাল চলন মডার্ণ বেশের,
তারা কিন্তু মুসলিম দেশের।
নেইযে তাদের ইসলামী মাইন্ড,
করতো যদি কর্তৃপক্ষ ফাইন।