অযত্ন
আশে পাশে অনাদরে থাকে কত লোক
সীমাহীন কষ্টে আছে মনে তাদের দুঃখ।
শত দুর্ভোগ ওদের যেন নেইতো হিসাব
আজীবন কষ্ট করে যার হয় না নিকাশ।
অসংখ্য অবহেলা আর অনাদরে রয়
দিনরজনী কাটে তাদের কষ্ট যত সয়।
দিনাতিপাত কাটায় তো ঘর বাড়ি ছাড়া
কুটুম খেশ ও আত্নীয় স্বজন সবই হারা।
জীর্ণ শীর্ণ কুটিরেই থাকে তাদের বাস
সামান্য ঝড় বৃষ্টিতে ঘরের হয় সর্বনাশ।
বন্দু বান্দব প্রতিবেশী সমাজ যে কম
শ্রমিক ও মজুর তারা চালায় টমটম।
সকাল বিকাল কষ্টে উপার্জন যা করে
সংসারের কোন মতো তারা হাল ধরে।
পর্যাপ্ত কাপড় ও খাবার পায়না তারা
আহার পোশাক ছাড়া কত যায় মরা।