অশ্রুর ফোঁটা
অশ্রু যদি চোখ দিয়ে এক বিন্দু পড়ে
অশ্রুর ফোঁটা সুধু তোমার কথা বলে।
বুঝনা যে মনের ভাষা মুখে বলি তাই
কষ্টের পরেও তোমায় স্নেহ করে যাই।
ভীষণভাবে এমন হয় যে মাঝেমাঝে
অধিক আকৃষ্টে জড়িয়ে পড়ে সাজে।
সীমা ছেড়ে গেলে বিপদ ঘনিয়ে যায়
পরিশেষে এর জন্যে যতো কষ্ট পায়।
পৃথিবীর সৃষ্ট জীবের কতো মোহ মায়া
মহব্বত সোহাগ স্নেহ আর যতো দয়া।
খোদা সুখ শান্তি আরাম আয়েশ দেন
তাঁর কৃপায় অভাব অশান্তি দূরে নেন!
নবী করিম ও আল্লাহর সন্তোষ্টি মতো
এবাদত বন্দেগীতে মঙ্গল পাব শতো!