অসংখ্য শেষ হয়নি
কতো দিন পরে তার সাথে দেখা
শিশুকালে যত খেলা ধুলা দৌড়
ঝাঁপ কাদা ছোড়াছুড়ি আমাদের
পুকুরে সাঁতার কেটেই গোসলের
পরে নাস্তা খাওয়া সেরে সামান্য
অবসর পর করতাম পড়া লেখা!
একমনে অনেক সময়ে ই মোরা
সময়নিষ্ঠ আরো ধৈর্যসহ উভয়ে
লেখা পড়া সেরেও প্রস্তুতি নিয়ে
বিদ্যালয়ের পথে রওয়ানা হবার
প্রাক্কালে এলাকার আর অনেক
সহপাঠী একত্রে মিলতাম যারা!
একসংগে যাত্রার কোলাহল সুর
তখনো পায়ে হেঁটে যেতাম গল্পে
গল্পে ও খেলা ধুলা বিভিন্ন রকম
অনুষ্ঠান কৌতুক উপন্যাস বলে
অসংখ্য যতো শেষ হয়নি যেনো
বিদ্যালয় আমাদের অনেক দূর!
অবশেষে স্কুলে উপস্থিত হতাম
কেউ দৌড় ঝাঁপ করে আবারো
অনেকে ধীরে স্থিরে শ্রেণীকক্ষে
ঢুকে ডেস্কে বই রেখে কিছুক্ষণ
জিরোয়ে যার তার বই ও খাতা
ব্যাগ থেকেই বের করে নিতাম!