অস্ত্র ধরে
অচেনা এক লোক
অনেক তারই দুঃখ!
ফ্যাকাসেও যার মুখ
ধড়ফড় করছে বুক!
হাফিয়ে ভয়ে বলে
বুক ভেজা ও জ্বলে!
কান্নার শব্দ যা কত
কষ্ট ভরা হৃদয় শত!
বলা হলো শান্ত হও
কথা পরিষ্কার কও।
সে তখন পেল বল
সন্ত্রাসী যা এক দল।
দু’ভাই বাজারে যাই
ব্যবসায় টাকা পাই।
সন্ধ্যায় বাড়ি যেতে
সব গোছিয়ে নিতে।
সন্ত্রাসীরা যেই ধরে
কত মারামারি করে!
টাকার ও জন্য ওরা
ওকে যা মারে তারা!
সাথেই ছিল যে ভাই
এখন তার প্রাণ নাই!
ভাইকে হত্যার পরে
মারতে অস্ত্র ও ধরে!
তাকে ও ধাওয়া দেয়
আত্নরক্ষার পথ নেয়!
কি করুন দৃশ্যই তার
সহ্য করাই শত ভার!
হৃদয় বিদারকও যত
অন্তর কাপছেই শত!