অহংকারী যত
পরিচালিত অহংকার ডেকে আনে বিপর্যয়
ফলস্রুতিতে সর্বক্ষেত্রে অর্জন হয় পরাজয়।
অহংকার সৃষ্টি করে সকল ধরনের অজ্ঞতা
তাদের উত্তরসুরীদের যা আরো অনভিজ্ঞতা।
বুদ্ধিকে অহংকার ভেবে কখনও কর না ভুল
অহংকারীরা যথায় তথায় লাগায় গন্ডগোল।
অহংকারী অন্যকেও বোঝানোর চেষ্টা করে
সে সবার চেয়েও অনেক বেশি জানে পরে।
যে ব্যক্তিও তার নিজে নিজে অহংকারী হয়
অন্যের অহংকারকে কতই ঘৃণায় দেখে রয়।
মানুষ ছোট হলে যেন অহংকার হয় কত বড়
অহংকার না করে সকলে সুন্দর জীবন গড়।
দুই উপায়ে কোন জিনিসকে ছোট মনে হয়
দূর থেকে আর অহংকারী দেখলে যত রয়।
অহংকার অনুভব করতে দেয় না ওর ভুল
গর্বভরে তার চলাচল বলে আছেও নির্ভূল।