অহমিকা
মানুষকে বিবেচনা করার জন্য
যতো অনুসরণ করা হয়ে থাকে
ব্যত্যয় ঘটলে মনে করা হয় নষ্ট
ভণ্ড কিংবা নিষ্ঠুরও বলে যাকে।
অনেক অনেক মানুষের ক্ষেত্রে
এই ব্যত্যয়টা থাকে যেনো ঘটে
মনোবিজ্ঞানী সবে বলে থাকেন
মূলত অহমিকায় ভাগ্যে জোটে।
সুপ্ত থাকে যেন মানুষের জিনে
সবার চেয়ে তো নিজেকে সেরা
ভাবার প্রবণতা কতো কারণের
মধ্যে এটাও একটা জানি মোরা।
কঙ্গোর বিখ্যাত মহাবনও যেন
অতোটা গভীর অন্ধকারের নয়
যতোটা মানুষের অন্তর ও হৃদয়
এমনকি নিজের নিকট যত রয়।