আকাঙ্ক্ষা
মনের ইচ্ছা শক্তি থাকলে
অচিরেই কাঙ্খিত লক্ষ্যে
পৌছতে যতযে সম্ভব হয়।
দুর্বল আত্নার আছে যারা
অলসতা ও অকর্মন্যতায়
তারা সর্বদা পিছু পড়ে রয়।
এ জগতে জ্ঞানী গুণী যত
পরিশ্রম তপস্যা সাধনায়
তাঁদের জীবনে শান্তি বয়।
নবী রাসুল ওলী-আউলিয়া
কঠোর পরিশ্রমে প্রতিষ্ঠিত
ছিলেন তাঁরাই কল্যাণময়।