আখেরাতে শান্তি !
স্রষ্টার অসীম করুণার ফলে
আশরাফুল মাখলুকাত যত
সকল আরাম আয়েশে চলে!
কতো দয়াবান মোদের তরে
তাঁর অনুগ্রহে আমরা সকল
সুখ শান্তি থাকি জীবন ভরে!
সৃষ্টি করছেন ইবাদতের দায়
উপাসনা আরাধনাতে যেনো
সকলের জীবনটি সুখে যায়!
ওলী নবী ও আউলিয়া যতো
আল্লাহর রাস্তায় চলার জন্যে
মেহেরবানী করেছেন কতো !
সরল সঠিক সহজ পথে চলি
নিয়মিত ইবাদত বন্দেগী করি
আখেরাতে শান্তি যাবে মিলি !