আতঙ্ক !
একটা মনে অন্ধকারেই আলো যায় দেখা
মনটি সুন্দর হলে তার মাধ্যমে কলুষতার
মাঝেও নিজেকে মর্যাদাসম্পন্ন যায় রাখা।
মানুষের আত্না ও দৃষ্টিকে কদর্য দান করে
মনের যতো মালিন্য সেই কদর্যতা নিজ ও
পরিবারের জীবনকে আতঙ্ক করতে পারে!
প্রাণের অবস্থাটি খুবই কোমল করতে হয়
অন্তরকে কাদামাটির মত গঠন করা হলে
সুন্দর নতুন জিনিস তৈরির সম্ভাবনা রয়।
বিশ্বে দু’টি শক্তি হচ্ছে তরবারি আরো মন
পরিনামে দুয়ের দ্বন্দ্বে মনের কাছেও অসি
শেষ পর্যন্ত পরাজিত হয়ে থাকে সারাক্ষণ!
পৃথিবীতে অনেক কিছু করা যায় নিয়ন্ত্রণ
কেবল মাত্র মনকে আয়ত্তে আনা যায় না
ইহা সংযমিত হলে শান্তি থাকত আজীবন।