আত্নার শান্তি
তুমি এবং আমি একত্রে কুড়াই ফুল
মিলে মিশে থাকলেই পাই যেন কুল।
ফুল দিয়ে যতন করে গাঁথা হয় মালা
মালা যা শুভা পায় সম্মানীদের গলা।
ভাল কাজে বাড়ে হিংসুকদের জ্বালা
অসৎদের লোকে করে যত অবহেলা।
জগতে চমৎকার যতোই লিলা খেলা
সুনাম অর্জন করতে কষ্টে যায় বেলা।
চোর বাটপারদের হিংসা থাকেই কত
ধরা খেলে ওদেরকে শাস্তি দেয় তত।
কল্যাণকর যত উৎসাহ যোগান দেয়
খারাপ কাজেই বদবাম কুড়িয়ে নেয়।
উদ্দীপনায় অন্যদের স্পৃহা কত বাড়ে
চোর ডাকাত সব সম্পদ নেয় কেড়ে।
মানুষ ভালো কাজে সবার দোয়া পায়
খারাপে মংগল কত দূরে সরেই যায়।
সম্মান গৌরব ঐশ্বর্য রয়েছে যেথায়
সর্বদা থাকে আত্নার শান্তিও সেথায়।
জন কল্যাণে নিয়োজিত আছে যারা
আল্লাহর দয়ায় ও রহমত পায় তারা।