আপওয়ার্ক একাউন্ট খোলা , অপটিমাইজ প্রোফাইল তৈরি, আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ , জব কিভাবে পাবেন এবং Upwork থেকে কিভাবে টাকা তুলবেন :

আপওয়ার্ক একাউন্ট খোলার জন্য একটি তালিকা প্রস্তুত করেছি।

সেটি অনুসরণ করে, আপনারা সহজেই আপওয়ার্ক একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

আপওয়ার্ক একাউন্ট তৈরি করার জন্য আপনাকে সরাসরি Upwork.com ওয়েবসাইটে প্রবেশ করে সাইন আপ করতে হবে।

এখানে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে অবশ্যই I’m a freelancer, looking for work অপশনটিতে ক্লিক করতে হবে।

অন্যদিকে আপনি যদি একজন ক্লায়েন্ট হিসেবে কাজ করতে চান সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই I’m a client hiring for a project অপশন টি ক্লিক করতে হবে।

এরপরে আপনি যে অপশনটি বেছে নেবেন সে লক্ষ্যে একটি ফর্ম দেওয়া হবে।

সেখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে যেমন-

First Name

Last Name

Email

Password

Bangladesh

Create My Account

উপরের তথ্যগুলো সঠিক ভাবে সাবমিট করার পরে আপনার আপওয়ার্ক একাউন্ট এ রিভিউ মোডে চলে যাবে।

যখন আপনাকে আপওয়ার্ক একাউন্ট থেকে এপ্রুভ দেয়া হবে তখনই আপনি আপ ওয়ার্ক এর একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন।

আপওয়ার্কে কিভাবে কাজ করব ২০২৩ :

আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাপ্রুভ তারপরে লগইন করে।

Find Work অপশনে প্রবেশ করে অপশন থেকে, আপনার পছন্দমত বিভিন্ন ধরনের কাজ খুঁজে নিতে পারবেন।

আপনি এখানে যে কাজটি নির্বাচন করবেন সে কাজের বিষয়ে বিস্তারিত পড়ে নেবেন ।

আপনি যদি সেই কাজটি সহজভাবে করতে পারেন তাহলে Send a Proposal অপশনে ক্লিক করে দিবেন।

এরপরে আপনার নিজের পরিচয় কাজের দক্ষতা কাজের বিনিময় কত অর্থ সে টি লিখে দেবেন।

এরপরে আপনার ক্লায়েন্ট যদি আপনার বিষয়ে জেনে পছন্দ করে ।

তাহলে ক্লায়েন্ট সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে।

আর এরকম ভাবে আপনারা এর পর থেকে বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করতে পারবেন।

আপওয়ার্কে কিভাবে কাজ পাওয়া যায় :

আপওয়ার্কে ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ পাবে?

আপওয়ার্ক ব্যবহার করে একজন ফ্রিল্যান্সার খুব সহজে কাজ করে টাকা আয় করে নিতে পারেন পৃথিবীর যে কোন প্রান্তে বসে থেকে।

এই জন্য একজন ফ্রিল্যান্সারকে নিন্মোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে।

অন্য সব সাধারণ ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের মত এখানেও আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে, যা খুবই সাধারণ বিষয়।

অপটিমাইজ প্রোফাইল তৈরি :

সাইন আপ করার পর প্রথম যে কাজটি করতে হবে, তা হলো একটি অপটিমাইজ প্রোফাইল তৈরি করা।

এখানে মূলত আপনি যে যে কাজ পারেন বা যে সমস্ত কাজ আপনি মার্কেটপ্লেসে করতে চাচ্ছেন তার সঠিক বর্ণনা দিতে হয়।

যাতে করে একজন বায়ার আপনার প্রোফাইল দেখে খুব সহজে বুঝতে পারে  আপনি কোন কাজে অভিজ্ঞ বা অভ্যস্ত।

আপওয়ার্কে খুব সহজে একটি অপটিমাইজ প্রোফাইল তৈরি করা যায়।

আপনি প্রথমে শুরু করবেন কি ধরণের কাজ করবেন তার নাম বলে দিলে তারা আপনাকে ঐ অনুযায়ী ফর্ম দিবে।

যেখানে আপনার সকল যাবতীয় সঠিক ইনফরমেশন দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবেন।

সেখানে যা যা ইনফরমেশন দিতে বলা হবে, তা সঠিক ভাবে আপনার কাজের ধরণ অনুযায়ী সম্পাদন করবেন। 

আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ :

ফাইভারে আমরা দেখেছি, সেখানে ফ্রি তে গিগ খোলা যায়।

ফলে যে কেউ খুব সহজে গিগ খুলে ফেলতে পারেন। এতে করে যে সমস্যাটি হচ্ছে, ফ্রিল্যান্সারদের যার যা ইচ্ছে, ঐ অনুযায়ী গিগ গুলো সাজানোর চেষ্টা করছেন ।

বেশির ভাগ নতুন ফ্রিল্যান্সার যারা আছেন, তারা উল্টাপাল্টা তথ্য দিয়ে গিগ গুলো খোলার ফলে মার্কেটপ্লেসে এ করকম অসাম্যতা তৈরি হয়েছে। কারন ফাইভার কতৃপক্ষ এই বিষয়টি লক্ষ্য করেন না।

কিন্তু আপওয়ার্ক বিষয়টি অনেক শক্ত হাতে দমন করে থাকে।

যদি কোন ফ্রিলান্সার কোন গিগ আপওয়ার্কে আপলোড করে, আপওয়ার্ক তাদের টিম দিয়ে সেটির ইনফর্মেশন যাচাই বাচাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে অনুমোদন দিবে কিনা।

এতে করে মার্কেটপ্লেসের একটি সুরক্ষা নিশ্চিত হয়ে থাকে।

আজেবাজে ইনফর্মেশন দিয়ে কেউ গিগ খুলতে পারে না, যা বায়ারদের একটি ক্লিন ভিউ দিয়ে থাকে।

এই রকম আরো অনেক সুবিধাজনক বিষয় আপওয়ার্কে থাকার কারণে এটি অনেকের কাছে অত্যন্ত পছন্দের একটি মার্কেটপ্লেস। 

জব কিভাবে পাবেন :

ফাইভারে যেমন বায়ার রিকুয়েস্ট রয়েছে, আপওয়ার্কে তেমন রয়েছে জব প্রপোজাল।

আপওয়ার্ক আপনার গিগ এবং প্রোফাইলের ধরণ অনুযায়ী আপনাকে বিভিন্ন রকম জব অফার করবে।

আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার জবে প্রপোজ করতে পারবেন।

এ ক্ষেত্রেও আপওয়ার্ক অনেক ম্যাট্রিক্স রেখেছে, যা দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন জবটি আপনার জন্য উপযুক্ত কিনা।

সব গুলো ম্যাট্রিক্স দেখে শুনে জবে আবেদন করা অতি উত্তম।

ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ :

আপওয়ার্কে আপনি যখন কোন জবে প্রপোজাল পাঠাবেন, তখন যদি ক্লায়েন্ট আপনাকে উপযুক্ত মনে করে, তখন তারা আপনার ইন্টারভিউ নিবে।

এখানে আপনি জবের রিকয়ারমেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন।

কাজের ধরন, কাজের ডেডলাইন, এবং টাকার অংক সবকিছু এখান থেকে নিশ্চিত হয়ে নিয়ে তারপর ক্লায়েন্ট আপনাকে যে অফার করবে তাতে রাজি হলে প্রজেক্ট গ্রহন করবেন। 

ক্লায়েন্টের কাজের ধরন এবং কি কি কাজ করে দেয়া লাগবে, সেগুলো আপনি পারবেন কিনা এ সমস্ত বিষয় ইন্টারভিউর মাধ্যমে জেনে নিতে পারবেন। 

অর্ডার কমপ্লিট এবং ডেলিভার :

কাজ নেয়ার পর আপনাকে কাজটি পরিপূর্ন ভাবে সম্পন্ন করতে হবে।

কাজটি সম্পন্ন করার পরের ধাপ হচ্ছে কাজটি জমা দেওয়া।

তবে কাজ জমা দেয়ার আগে ডেডলাইন সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

নতুবা, আপনার কাজ জমা দেওয়ার সুযোগ থাকবে না, ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে না।

পরিশেষে আপনার প্রোফাইলে নেগেটিভ ইম্প্রেশন তৈরি হবে।

তাই চেষ্টা করবেন যেন সময় মত কাজের ডেলিবারি দিতে পারেন। 

Upwork থেকে কিভাবে টাকা তুলব :

আমি অনেক আগেই ওয়াইজ এ একাউন্ট খুলেছিলাম।

তবে আমার প্রধান মার্কেটপ্লেস হল আপওয়ার্ক। আগে ট্রান্সফারওয়াইজ বাংলাদেশিদের জন্য ভার্চুয়াল USD একাউন্ট দিত না।

তাই আপওয়ার্ক থেকে ট্রান্সফারওয়াইজ এ ট্রান্সফার দেয়ার কোন উপায় ছিল না।

কিন্তু অতি সম্প্রতি ট্রান্সফারওয়াইজ আমাদেরকে USD একাউন্ট দিচ্ছে।

Upwork থেকে ট্রান্সফারওয়াইজ এ ফান্ড আনতে আপনাকে এই ভার্চুয়াল USD একাউন্ট ব্যবহার করতে হবে।

ধরে নিচ্ছি আপনি ২০ ডলার লোড করে একাউন্ট একটিভ করেছেন ও USD একাউন্ট পেয়েছেন।

USD একাউন্ট পেতে Balance থেকে USD তে গিয়ে Bank Details এ ক্লিক করলেই পাবেন। এখন এই ধাপগুলো ফলো করুন।

ট্রান্সফারওয়াইজ কি ও কেন ব্যবহার করবেন :

আপনি এখনো ট্রান্সফারওয়াইজ এর ব্যবহারকারী না হয়ে থাকলে আমার রেফারাল লিংক ব্যবহার করে একাউন্ট খুলতে পারেন।

এখান থেকে একাউন্ট খুললে আপনার জন্য প্রথমবার ৫০০ পাউন্ড পর্যন্ত বা সমপরিমাণ অন্য কারেন্সীর ট্রান্সফারের একদম ফ্রি। কোন ফি লাগবে না।

১। Upwork এর Settings> Get Paid এ ক্লিক করুন।

২। তারপর Payment Methods এর পাশের Add Method এ ক্লিক করুন।

৩। তারপর স্ক্রিনশটের মত Direct to U.S. Bank (USD) এর পাশে Set Up এ ক্লিক করুন।

৪। তারপর নিচের ফর্মে সব সাবধানে পুরন করুন। আপনার নাম দিবে।

Account Type দিবেন Individual Checking। Routing number আর Account Number এর ঘরে ট্রান্সফারওয়াইজ থেকে পাওয়া ব্যাংকের একাউন্ট নম্বর আর রাউটিং নম্বর দিবেন। তারপর Add Account এ ক্লিক করবেন।

ব্যাংক একাউন্ট এড করা শেষ। এখন Upwork আপনার এই ব্যাংক একাউন্টটি ভেরিফাই করতে এ একাউন্টে ছোট ছোট দুইটি এমাউন্ট সেন্ড করবে।

এ গুলো আপনার ট্রান্সফারওয়াইজ একাউন্ট এ আসতে ১-৩ দিন সময় লাগতে পারে।

১। তারপর আপনি আবার Get Paid থেকে নিচে পেন্ডিং একাউন্টের পাশের Verify now তে ক্লিক করুন।

২। এখন দুইটা বক্স আসবে।

৩। এখন TransferWise এর USD ব্যালেন্সে গেলে ওই দুইটা ট্রানজেকশন দেখতে পাবেন।

যেখানে Upwork থেকে পাঠানো ছোট এমাউন্ট দুইটা দেখতে পাবেন।

০৪। এখন এই এমাউন্ট দুটি আগের বক্সে সঠিকভাবে বসালেই একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।

তবে Upwork এর নিয়ম অনুযায়ী একাউন্টটি ট্রান্সফারের জন্য উপযোগী হতে ৩ দিন সময় লাগবে।

৩ দিন পর আপনি আপওয়ার্ক থেকে ফ্রিতে ট্রান্সফারওয়াইজ একাউন্টে ডলার নিতে পারবেন।

আর এই ভেরিফিকেশন এমাউন্টের মত আপনার ট্রান্সফার করা ডলার ট্রান্সফারওয়াইজ একাউন্টে আসতে একই সময় লাগবে ১-৩ দিন।

এভাবে আপনি যেসব সাইটে USD ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে সেসব সাইট থেকে ফ্রিতে পেমেন্ট নিতে পারবেন।

Amazon Affiliate, Paypal, Stripe এসব থেকেও। এমাজন এফিলিয়েটরা এখন পেওনিয়ারে ১% ফি দিচ্ছেন ফান্ড রিসিভ করতে যেটা এখানে লাগবে না।

আর রেট তো বেশি পাবেন আরো ১%। মানে মোট সেভিংস হবে ২%।

এছাড়া আপনি ২% প্রনোদনা পাবেন। যদিও এই প্রনোদনা অনলাইন ওয়ার্কারদের জন্য না তবুও যারা ট্রান্সফারওয়াইজ ব্যবহার করছে তারা সবাই এ প্রনোদনা পাচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *