আফসোস
ভবিষ্যতে পৌছার হলো গতি
ঘন্টায় ষাট মিনিট কেহ কার
আগে বা পরে যাবে না কিন্তু
সেথা পৌঁছে কি যে হবে মতি।
অনেকে হয়তো থাকবে ভাল
অথবা খারাপ যেভাবে ইহার
গতিটিকে ব্যবহার করে যাবে
তাই সময়ের মূল্যায়নে চলো।
সমস্যার অভিযোগ রয় বেশি
অধিকাংশ মানুষ অবহেলাতে
সময় নষ্ট করে আরো পরে সে
তার ভাগ্যকে করে নেয় দোষী।
আফসোস করো না ভুল নিয়ে
কোনো অতীতের কেননা আর
তা ফিরে আসবেনা বর্তমানকে
বরং সুন্দর করে সাজাও গিয়ে।
ভবিষ্যতে এর কথা মনে করে
যেনো কোন লোক আফসোস
আর অনুশোচনা কখনো নাহি
করে কেননা লাভ হবেনা পরে।