আল্লার দয়া
পরম করুণাময় আল্লাহ পাক,
তাঁর দয়ায় পাপিরা পায় মাফ।
করজোড়ে কায়মনে মুক্তি চাই,
খোদার রহমতে যেন শান্তি পাই।
মেহেরবান দয়ার ভান্ডার যিনি,
মখলুকাতের খাদ্য দেন তিনি।
আমরা মানব জাতি ভূলে যাই,
তিনি মাফ না করলে মুক্তি নাই।
খোদা নবীর পথে যেন সব চলি,
ইহ-পরকালে শান্তি যাবে মিলি।