আসক্তি
ইন্টারনেট আসক্তি পরিবর্তন সাধন করে
মাদক সেবনের টান মানুষের যেমন ধরে।
বিজ্ঞানী গবেষণায় করেছেন পর্যবেক্ষণ
তরুণদের মস্তিষ্ক বিকৃতের পান লক্ষণ।
ইন্টারনেট আসক্তি ও স্বাস্থ্যগত বিকার
অনিয়ন্ত্রিত ব্যবহারের বৈকল্য স্বীকার।
চীনের গবেষণায় খুলে দেয় নতুন দিগন্ত
তরূণ-তরূণীর মস্তিষ্ক স্ক্যানে করে প্রসস্থ।
ইন্টারনেট অ্যাডিকশন ধরা পড়ে ওদের
ব্রেইন স্ক্যানে মস্তিষ্কের পরিবর্তন যাদের।
মস্তিষ্কের সাদা অংশে স্নায়ু তন্তু আছে
ইন্টারনেট বৈশিষ্ট্য নির্দেশ করছে পাছে।
স্বাভাবিক মস্তিষ্কে এরুপ যেথায় না রয়
স্নায়ুতন্তুর বিঘ্ন ঘটার প্রমাণ সেথায় হয়।
মাথার সাদা অংশ জীবনবোধের কারণ
অন্যসব আসক্তির ফলে ক্ষতির ধারণ।