ইউটিউব ভিডিওর ব্যাকলিংক কিভাবে করে
ইউটিউব ভিডিওর জন্য কোন ধরনের ব্যাকলিংক করার দরকার নেই। ইউটিউব ভিডিওর জন্য যা যা করতে পারেন।
একটা নিদিষ্ট সময়ে ইউটিউবে ভিডিও আপলোড করুন।
আপনার ভিডিও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করুন।
ভিডিও বর্ননা মিনিমাম ৩০০ প্লাস ওয়ার্ড লিখুন।
আপনার টপিক রিলেটেড পপুলার ট্যাগ গুলো ব্যবহার করুন।
আপনার ভিডিও যেমনি হোক যদি মানুষ আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আপনার ভিডিও লক্ষ লক্ষ ভিউ হবে।
ধরুন আপনার ভিডিও ৫ মিনিটের কিন্তু ৫০ সেকেন্ড দেখার পর আর দেখছে না। এই ধরনের ভিডিও পপুলার হওয়ার সম্ভবনা নাই।
ব্যাকলিংক কী এবং কীভাবে ভালো ব্যাকলিংক তৈরি করা যায়?
ধরুন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার একটা ভিডিও লিংক এখানে সাবমিট করে গেলাম।
আপনি এই লিংকে ক্লিক করে গিয়ে ওই ভিডিওটি দেখলেন, এটি ইউটিউব এর ভিডিও ব্যাক লিংক ।
ব্যাকলিংক কি?কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন?( How To Create Backlinks)
ব্যাকলিংক (backlink) কি এবং কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন, এই ব্যাপারটা নিয়ে অনেক ব্লগাররাই আজ চিন্তিত । তবে, আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট রয়েছে,
কিভাবে ইউটিউব ভিডিওর জন্য এক ক্লিকে ১২০০+ ব্যাকলিংক তৈরি করা যায় ?
Create 1200+ Backlinks for your YouTube video
পোষ্টটিতে প্রবেশ করেছেন যেহেতু তাহলে ধরে নিতে পারি আপনি একজন ইউটিউবার। বড় মাপের না হলেও ছোট খাটো তো নিশ্চয়।
অথবা এমনও হতে পারে আপনি ইউটিউব সম্পর্কে ভালো করে জেনে ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চান।
আপনি যে ক্যাটাগরিরই হন না কেনো আজকের এই পোষ্ট পড়া অতিব জরুরি।
আপনি যদি ইউটিউবে ভিডিও তৈরি করেন অথচ কোন ধরনের Backlink তৈরি না করেন।
তাহলে জেনে নিন আপনার ভিডিও এত তাড়াতাড়ি YouTube Search -এ আসবে না।
ইউটিউব সার্চে আপনার ভিডিও যখন Show করবে কেবল তখনই আপনার ভিডিওটি ভাইরাল হবার সম্ভাবনা থাকে।
আর ইউটিউব সার্চে ভিডিও নেয়ার জন্য আপনার প্রয়োজন বেশি
RBexpress এ Digital Marketing.
কিভাবে পুরাতন ডাউন ইউটিউব চ্যানেলের রিচ আবার ফিরিয়ে আনা যায়?
চ্যানেল ডাউন হয়ে গেলে তাকে নরমাল পর্যায়ে আনতে অনেক কষ্ট করতে হয় তার মধ্যে প্রথম যে কাজ প্রতিদিন আপনাকে ভিডিও দিতে হবে এসইও ফ্রেন্ডলি করে।
ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হবে?
বর্তমানে গুগল ও ইউটিউবের অ্যালগারিদম অনেক কঠিন। যা ভেদ করা অনেক কঠিন। এই সম্পর্কে একমাত্র গুগলের কর্মকর্তাগনই অবগত।
তবে গুগল ও ইউটিউব অনেক ধরনের নিয়মের মাঝে তারা বুঝিয়ে দিয়েছেন যে, কিভাকে আপনার ইউটিউবে কাজ করবেন।
ইউটিউবে আমার মতে SEO বলতে কিছুই নেই। এখানে আপনার ভিডিওর কন্টেন্ট যত ভালো হবে ততই ভিজিটর বাড়বে।
তবে কিছু নিয়ম-কানুন আছে যে গুলোর মাধ্যমে ভিডিওতে আরো বেশী ভিজিটর বাড়ানো যায়।
সঠিক হেডলাইন বা শিরোনাম বাচাই করুন।
আপনার ভিডিওর কন্টেন্ট ভালো রাখুন।
ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন।
ভিডিওর থামনেল আকর্ষণীয় করার চেষ্টা করুন।
ভিডিওর মেইন কিওয়ার্ডের ট্যাগগুলো ভালোভাবে বসিয়ে দিন।
ইউটিউব ভিডিও এসইও (SEO) কি ? নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও গুলিতে এসইও (SEO) কিভাবে করবেন ? এবং ইউটিউব ভিডিওতে এসইও করলে কি লাভ হয় ?
আজ এই সকল প্রশ্নের উত্তর আমি আপনাদের বিস্তারিত ভাবে বোঝানোর চেষ্টা করব ।
আমরা যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করা শুরু করি তখন থেকেই আমাদের ভিডিওতে এই এসইওর (SEO) ব্যবহার করাটা অনেক জরুরী হয়ে পড়ে ।
তাই যদি আপনি নিজের ভিডিওতে এসইও এর ব্যবহার না করেন , তাহলে আমি 100% গ্রান্টি দিয়ে বলতে পারি , আপনার আপলোড করা ভিডিও গুলোতে ভিজিটর খুব কম আসে । এক কথায় আসে না বললেই চলে ।
আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিওর এসইও স্কোর ১০০ বা এর কাছাকাছি থাকা সত্ত্বেও ভিউ এবং সাবস্ক্রাইব হয় না কেন?
আপনি হয়তো গুগোল ট্রেন্ডস কে ফলোই করেন না। আপনি শুধুমাত্র কিওয়ার্ড রেংকিং এর ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
অথবা এটাও হতে পারে আপনি যে টপিকের ওপর ভিডিও বানাচ্ছেন সেই টপিকের উপর কোন মানুষ আগ্রহী না।
তাই আমি বলব গুগোল ট্রেন্ডস কে ব্যবহার করা শিখুন ও সেই অনুযায়ী ভিডিও বানান, আপনার ভিউজ আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পাবে।
SEO বলতে আমরা কি বুঝি ?
এসইও এর ফুল টার্ম হলো – সার্স ইঞ্জিন অফটিমাইজেশন। অর্থাৎ আপনার কনটেন্টকে এমন ভাবে গুগলের/ ইউটিউব এর কাছে অপটিমাইজ করুন।
যেন – গুগল/ ইউটিউব বুঝতে পারে এটা ভালো একটা কনটেন্ট, যেই কনটেন্ট টি মানুষের কাছে পৌছে দেওয়া খুব দরকার।
গুগল এর সার্স ইঞ্জিন এবং ইউটিউবের রো।
Off-Page SEO করুন আপলোডের সময়।
অনপেইজ অপটিমাইজ এর কাজ একটু বেশি। এখানে আপনার ধৈয্যের প্রমান দিতে হবে।
আনলিস্ট অবস্থায় আপলোড দিয়ে অনপেইজ এর কাজ গুলো করবেন। অনপেইজ অপটিমাইজ করতে অনেক গুলো পার্ট খুব ভালো ভাবে অনুসরন করে করতে হয়।
কী করে আমার ড্রইং ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানো সম্ভব?
ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানো জন্য আপনাকে যা যা করতে হবে :
YouTube SEO নিয়ে বেশি বেশি পড়াশোনা করতে হবে।
Keywords Research, Tags নিয়ে বেশি সময় দিন।
Thumbnail ডিজাইন এ বেশি সময় দিন।
আপনার Competitors কে ফলো করুন । তাদের Tag, Thumbnail নিয়ে বেশি বেশি Research
করুন।
আশা করি টিপসগুলি আপনার কাজে আসবে ।
ট্যাগে শব্দ থাকা সত্বেও কেন ইউটিউবে সার্চ ভিডিও আসছে না?
দেখা গেলো আপনি যে টপিকে ভিডিও মেক করেছেন। সেই টপিকে আরো অনেক মানুষ অনেক আগে ভিডিও মেক করেছে।
যেহেতু আপনি নতুন, আপনার অডিয়েন্স কম কাজেই আপনার ভিডিওটা ইউটিউবের সামনে শো করছে না।
এছাড়াও youtube-এর অ্যালগোরিদমে আপডেট রয়েছে ভিডিও সামনে আনার জন্য আপনি সেই টিপস গুলো ফলো করতে পারেন।
ইউটিউবের ভিডিও কিভাবে প্রমোট করা যায় ভিউ বাড়ানোর জন্য?
ইউটিউব ভিডিও প্রমোট করার জন্য এই পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেনঃ
স্যোশাল মিডিয়াঃ
ফেসবুক, রেডিট, পিন্টারেস্ট, কোরা এই স্যোশাল মিডিয়াগুলো ব্যবহার করে আপনি ভিডিও বা আপনার চ্যানেল প্রমোট করতে পারেন।
ফ্রী মার্কেটিং কিংবা পেইড এডস ব্যবহার করে আপনি অসংখ্য ভিউস/ সাবস্ক্রাইবারস অর্জন করতে পারেন।
গুগল এডওয়ার্ডসঃ
আপনার যদি পেইড মার্কেটিং করার ইচ্ছে থাকে তাহলে গুগল এডওয়ার্ডস এর মাধ্যমে আপনার ভিডিও প্রমোট/ বুস্ট করতে পারেন।
কলাবোরেশানঃ
আপনার চ্যানেল রিলেটেড অন্যান্য চ্যানেলের সাথে কলাবোরেশান করার মাধ্যমে আপনার ভিডিও প্রমোট করতে পারেন। সেটি ফ্রি কিংবা পেইড হতে পারে।
আমি কিভাবে ইউটিউব ভিডিও এসইও-এর জন্য ক্লায়েন্ট খুঁজে পাব?
ফাইবারে একাউন্ট খুলে গিগ দেন। আশা করি, ভালো করে এসইও করে গিগ দিলে কাজ পাবেন।