ইন্টারনেট অধিগমন :
ইন্টারনেটের সাথে সংযোজন স্থাপনের প্রক্রিয়া
এই নিবন্ধটি ব্রডব্যন্ড ইন্টারনেট সুবিধাসহ সামগ্রিক ইন্টারনেট সুবিধা সম্পর্কে।
টেলিকমিউনিকেশন সংকেত পদ্বতির জন্য ব্রডব্যন্ড দেখুন।
ইন্টারনেট অধিগমন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যা একক ব্যবহারকারী এবং সংগঠনকে ইন্টারনেটের সাথে সংযোগের সুবিধা দেয়।
এই প্রক্রিয়াটি কম্পিউটার, কম্পিউটার টার্মিনাল, মোবাইল ডিভাইস এবং মাঝে মাঝে কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে বাস্তবায়িত করা হয় ।
ইন্টারনেটের সাথে যুক্ত হলেই যে কেউ ইন্টারনেটে প্রদত্ত সুবিধাসমূহ (যেমন: ইমেইল ও ওয়েব ব্রাউজিং) উপোভগ করতে পারে।
ইন্টারনেট সেবা প্রদানকারী (ইংরেজিতে: Internet Service Provider সংক্ষেপে: ISP) সংস্থা সমূহ বিভিন্ন প্রযুক্তির সহায়তায় ইন্টারনেট ব্যবহারের সুবিধাসমূহ, যা বিস্তৃত পরিসরে ডেটা সংকেত হারের (বেগ) প্রদান করে।
১৯৯০ এর দশকে ডায়েল-আপ ইন্টারনেট সুবিধার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার জনপ্রিয়তা লাভ করে।
একবিংশ শতাব্দীর প্রথম দশকে এসে উন্নত দেশ সমূহের ব্যবহারকারীরা আগের তুলনায় দ্রুত, ব্রডব্যন্ড ইন্টারনেট সুবিধা সম্ভলিত প্রযুক্তির ব্যবহার শুরু করে।
২০১৪ এর নাগাদ এটি সারা বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়ে। যার গড় সংযোগ বেগের মাত্রা ৪মেগাবিট/সে।