ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তির তালিকা প্রতিবছর বিভিন্ন ওয়েবসাইট প্রকাশ করে থাকে । পৃথিবীর ধনী ১% মানুষের যত সম্পদ আছে তা পৃথিবীর বাকি ৯৯% মানুষের মোট সম্পদের চাইতেও বেশী।
ইলন মাস্কঃ
৫০ বছর বয়সী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক।
বিশ্বের সেরা ১০ ধনীর তালিকার ১ম নাম্বারে এই দারুন প্রতিভাবান মানুষটি রয়েছেন । ২২৯ বিলিয়ন ডলার তাঁর সম্পদের পরিমাণ । তিনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ইলন মাস্কের আয়ের- সিংহ ভাগই প্রযুক্তিখাতে । উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে, টেসলা এবং স্পেসএক্স।
এলন মাস্কের জীবনপঞ্জি বলছে,মাস্ক এর জন্ম ১৯৭১ সালের ২৮ জুন আফ্রিকার প্রেটোরিয়াতে । ইলন মাস্কের মা একজন কানাডিয়ান ও বাবা একজন দক্ষিণ আফ্রিকান। তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বড় হয়েছেন।
১০ বছর বয়সে কম্পিউটারের প্রতি মাস্কের আগ্রহ
জন্মায় । সেই সময় তিনি কমোডোর ভিআইসি -20 ব্যবহার করে কম্পিউটিং শুরু করেন। মাস্ক নিজের মেধা ও অধ্যবসায়ের জোরে অল্প বয়সেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেছিলেন । তিনি মাত্র ১২ বছর বয়সে একটি ভিডিও গেমের কোড তৈরি করেছিলেন । যা প্রায় $ 500-এ বিক্রি করেছিলেন। সেই থেকেই তাঁর উন্নতি শুরু।
হাইস্কুল শেষে মা আর ভাইবোন নিয়ে কানাডায় চলে যান মাস্ক। সেখানে ওন্টারিও’র একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও স্নাতক পাশ করেন যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ায় পদার্থ আর অর্থনীতিতে। স্নাতকোত্তর শেষে পিএইচ ডি’র জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঠিকই কিন্তু অর্থ উপার্জনের নেশায় পিএইচডি ডিগ্রি আর নেওয়া হয় না তার তবু সেই মাস্ক আজ বিশ্বের সেরা ধনী।
মাস্কের সঙ্গে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ট্যুইটার কেনার চুক্তি হয়েছে ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *