ঈগল

           

আকাশের রঙ কত নীল,
জমিতে আছে খাল বিল।
বিচরণ করে ঈগল পাখি,
মহানন্দে শুর ধরে ডাকি।
যত পাখি ঈগল ও বাজ,
নিরীহ আক্রমণ ই কাজ ।
তাদের শরীরে এত বল ,
অন্য যেসব পাখিরা দুর্বল।
দৃষ্টির তেজ যত না উজ্জ্বল ,
প্রখরতা তত বেশী সমুজ্জ্বল।
পাখি, খরগোশ ইঁদুর ধরে ,
সাগর সমুদ্রের মাছ মারে ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *