ঈদে সাথে নেই
মনেতে খুব একটা শান্তি নাহি পাই
গত বছর নাতনী ছেলে ও বউমাসহ
বাসা বাড়ির সবে মিলে মিশে ঈদুল
ফিতর এবং ঈদুল আজহা উৎসব
একত্রে করছি এবারতো দেশে নাই!
আনন্দ উল্লাস ফুর্তি আমোদ যতো
দেশের সকলেই ভাগাভাগি করতেই
পারছি কিন্তু আদর সোহাগের মোর
নাতনিটি ছাড়া সব কিছু যেন ভেস্তে
গেছে তার বিরহে চিন্তা মগ্ন অবিরত!
যারা বিরহে ভোগে বুঝে তার জ্বালা
তুষের অনলে অন্তর পুড়ে ছাই হয়
পড়ে থাকে পরে শুধুই ধুলোর ন্যায়
ডাস্ট হয়ে নিভে যাওয়া অংগার যা
মূল্যহীন থাকে সবে করে অবহেলা!
তাদের ভবিষ্যৎ যত উন্নতির লক্ষ্যে
আল্লাহ তায়ালার খাছ মেহেরবানি
থাকায় সুদুর প্রবাসে যেতে পেরেছে
সৃষ্টি কর্তার নিকট কায়মনে প্রার্থনা
করি আমরা সকলে তাদেরই পক্ষে!