উদ্ভাস
সত্যনিষ্ঠ সত্যবাদি শিক্ষিত যারা,
জ্ঞান গরিমায় উন্নত হয় তারা।
জীবন চলার পথে নয় বাধাহীন,
উত্তোরুত্তর প্রবৃদ্ধি তুলনাবিহীন।
সমাজ পরিবেশ সবই আলোকিত,
তাঁদের ছাড়া সবকিছু উপেক্ষিত।
বিদ্যায় রত যারা সদা উল্লসিত,
তাঁদের প্রচেষ্টায় সমাজ উদ্ভাসিত।
শিক্ষিতদের কর সম্মান প্রদর্শন,
তবে হবে সম্মানিত আছে নিদর্শন।
জ্ঞানী গুনিদের করলে সমাদর,
ক্রমান্নয়ে বেড়ে যাবে অনেক কদর।