উন্নয়ন
সাফল্য চাইলে ইহাকে বানিও না লক্ষ্য
যাহা করতে ভালবাসো তাহা করে যাও
সফলতা নিজেই ধরা দেবে কমবে দু:খ।
কার্যকরের মূল হল কাজের প্রতি মায়া
আর কঠোর পরিশ্রম সে সংগে জয় ও
পরাজয় ভুলে সামর্থকে বিলিয়ে দেয়া।
সাফল্য লাভে প্রয়োজন জিনিস দু ’টি
কোনো লোকের জেদ ও আত্মবিশ্বাস
থাকলে সফলতা অর্জনে হবেনা ত্রুটি।
ব্যর্থতার ছাইয়ে কার্যকরের প্রাসাদ গড়
হতাশা ব্যর্থতা হল সিদ্ধিযুক্ত প্রাসাদের
দুই মূল ভিত্তি মনে রেখে প্রচেষ্টায় লড় ।
কাজ শুরু কার্যকরের চাবিকাঠি ও মূল
আর সাফল্য হল একটি বিজ্ঞান সঠিক
উপাদান মিশ্রণে ফলাফলে হবে না ভুল।