উপহাস
মানুষ ভালোবাসে না থাকতে একা
তার দুঃখ গুলো যখন কেউ বুঝতে
চায় না সে মানুষটি বাধ্য হয়ে তখন
নিজেকে সবার কাছে দেয়না দেখা।
অন্যের কাছেও প্রকাশ করতে নেই
নিজের দুঃখ সবে সমবেদনার সুরে
মজা নেবে সুযোগ পেলে ই উপহাস
করে সময় মতো আঘাত দিবে সেই।
জল যেমনই একদা বরফ হয়ে যায়
অনেক ঠান্ডা হতে হতে ঠিক তেমনি
একটা মন অনেক কষ্ট পেতে পেতে
পরে পাথরের মত হতে সুযোগ পায়।
কারো অবহেলিত স্নেহ থেকে ভালো
তার একাকীত্ব জীবন যেন সীমাহীন
সুখের না হলেও কষ্ট হতে দুরে রেখে
জগতে হয়ত জ্বালাতে পারে আলো।
বেঁচে থাকা কত ভালো হয় স্বপ্ন নিয়ে
কোন স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে
কারন স্মৃতিতে যতো কষ্ট বাড়ে স্বপ্নে
শতো লাভ যা বাস্তবায়নের মধ্য দিয়ে।