উল্টা পাল্টা
এখন কিযে করবে তুমি ভাই
অনেক শান্তিতে থাকতে চাই
পূর্বের জামানা আর তো নাই
আলাপ হবে যদি দেখা পাই।
আরে! জামানা পাল্টে গেছে
প্রাক্তন যতো সব মুছে দিছে
বেয়াদবের আবির্ভাব হয়েছে
চ্যাংড়াদেরও পালক গজেছে।
পাকনামী টুনটুনানী বেড়েছে
ধ্বংসের রাস্তা বেছে নিয়েছে
যত রাজনীতি শিখে গিয়েছে
চড় তাপ্পড় খাচ্ছে গাঁঢ় ঘেষে।
কতো উল্টা পাল্টা কথা কয়
এজন্যেই যথেষ্ট অপমান সয়
কখনো অবস্থা যা খারাপ হয়
যথেষ্ট প্রমাণ আশে পাশে রয়।