ঋতু বৈচিত্র
গরমে লোকজন হতাশ,
যদিবা না থাকে বাতাস।
খাঁ খাঁ রোদে হাহাকার,
মাঠ ঘাট যেন নিরাকার।
উত্তপ্ত বালু রাশি পাথর,
উত্তাপে লোকজন কাতর।
বর্ষায় মোশল ধারে বৃষ্টি,
চতুর্দিকে জলাশয় সৃষ্টি।
চলাচলের হয় অসুবিধা,
ছাতা ছড়া থাকেনা সুবিধা।
শীতের আগমন যবে ঘটে,
জামা পোশাক পরে বটে।
কাঁথা কম্বল লেপের কদর,
অনেকে পরে সুয়েটার চাদর।
বয়ষ্ক দীন হীন গরীব যারা,
বেশী কষ্টে থাকে শীতে তারা।
শির শির শীতে কাপুনী ধরে,
শীতের প্রকোপে অনেকে মরে।