একচ্ছত্র মালিক
বিশ্ব ভ্রম্মান্ডের মালিক একচ্ছত্র
খাবার দাবার আহার এবং পানি
দাতা আল্লাহ তায়ালাই একমাত্র।
তাঁরই করুণাতে বেঁচে আছি সব
মোরা খোদার কাছে দোয়া করি
শত দয়াময় তিনি আমাদের রব।
হে মহান সৃষ্টি কর্তা মোদের প্রভু
অনন্ত ও অসীম মেহেরবান তুমি
করুণা থেকে নিরাশ হইনি কভু।
বিশ্বে মুসলিম জাতি আছি যতো
সবে আরাধনায় থাকি যদি রতো
ইহ ও পরকালে শান্তি পাব শতো।
হে খোদা!তুমি অসীম করুণাময়
অফুরন্ত দয়াশীল তুমি জগতময়
জীব জন্তুর জন্যে কতো সদাসয়।
সত্যনিষ্ঠ সত্যবাদী রয়েছে যারা
খোদাপাক খুশী হন তাদের দ্বারা
ইহ পরকালে মুক্তি পাবেন তারা!