একটি ফ্রি ওয়ার্ডপ্রেস.কম ব্লগ তৈরি করে কিভাবে অনলাইনে আয় করা যায়?
ওয়ার্ডপ্রেস এমন একটি প্লাটফর্ম যার সাহায্যে আপনি ব্লগ বা ওয়েবসাইটকে সাজাতে পারেন। বলতে পারেন ইহা এক ধরনের টুলস। যখন আপনি হোস্টিং ক্রয় করবেন, তখন এই টুলসটি ইন্সটল করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস.কম সাইটে একটি ফ্রি ব্লগ তৈরি করে ওয়ার্ডএডস (WordAds)-এর মাধ্যমে কিভাবে আয় করা যায়?
ওয়ার্ডপ্রেস যখন তাদের ফ্রেশ বৈশিষ্ট্য বিভাগে একটি সাম্প্রতিক পোস্ট বৈশিষ্ট্যযুক্ত তখন তারা ওয়ার্ডএডস পুনরায় সক্রিয় করার পরামর্শ চায়। ওয়ার্ডএডস হল ওয়ার্ডপ্রেস দ্বারা হোস্ট করা সাইটগুলিতে উপলব্ধ বিজ্ঞাপন প্রোগ্রাম ।
বর্তমান সময়ে ব্লগার.কম থেকে ব্লগ সাইট তৈরি করে উপার্জন করা কি সম্ভব?
জি, বর্তমান সময়ে ব্লগার.কম থেকে ব্লগ সাইট তৈরি করে উপার্জন করা খুব সম্ভব। ফেইসবুকে ব্লগারদের বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখানে গেলেই বুঝতে পারবেন কি বিপুল পরিমাণ মানুষ ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করে আয় করছেন।
০১. ব্লগার দিয়ে ব্যক্তিগত ব্লগ সাইট তৈরি করে আপনি এডসেন্স এপ্রুভাল নিয়ে আয় করতে পারবেন।
০২. একটি মান-সম্মত ব্লগ তৈরি করে, তা দিয়ে এডসেন্স এপ্রুভাল নিয়ে, তা বিক্রয় করেও টাকা আয় করতে পারবেন।
মুলত ওয়েবসাইট দ্বারা আয় করার যতো উপায় রয়েছে, তার সবগুলো ব্যবহার করেই আপনি ব্লগার সাইট থেকে আয় করতে পারবেন।
শুধু পার্থক্য হচ্ছে, ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করলে ইহাকে অনেকভাবে কাস্টমাইজ করার অপশন থাকে, আবার বিপুল পরিমাণ মান-সম্মত ফ্রি থিম পাওয়া যায়।
ব্লগার সাইট-এ উপার্জন করার উপায় কী?
একটি ফ্রি ওয়েবসাইট থেকে মাসে হাজার হাজার টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। গুগল ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার সুযোগ করে দিয়েছে এবং ফ্রি ওয়েবসাইট থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।
ব্লগার.কম (ফ্রি ব্লগ) থেকে কত ডলার আয় করা যায়?
ফ্রি ব্লগস্পট ওয়েবসাইট দিয়ে আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন। এবং সব ঠিক থাকলে ইনকামের সুযোগও পেয়ে যেতে পারেন। কিন্তু উপার্জন কম আসবে। টপ লেভেল ডোমেইন ব্যবহার করলে যা আসত তার অর্ধেক পরিমানে টাকা আয় হবে৷
এর কারণ হলো ফ্রি ডোমেইন গুলোতে গুগলের এডভার্টাইজাররা কম পরিমানে বিড করে। কিন্তু টপ লেভেল ডোমেইন গুলোতে সর্বোচ্চ বিড করে।
আপনি একটি ডোমেইন কিনে ব্লগারে ব্যাবহার করতে পারেন।
আমি আমার ব্লগ সাইট এসইও করার পর (স্পেসিফিক একটি নামে) গুগলে সার্চ করলে কেবল একটা পোস্ট দেখাচ্ছে, অন্যান্যগুলো সার্চ করলেও দেখায় না কেন?
এর অর্থ হলো আপনার পোস্ট গুলো এখনো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয় নি। প্রথম দিকে ০৭ থেকে ১০ দিন লাগে ইনডেক্স হতে। পরবর্তীতে ব্যাকলিংক বৃদ্ধি করলে আপনার ওয়েবসাইট ধ্রুত ইনডেক্স হবে।
পরামর্শ হলো, আপনার ওয়েবসাইটের লিংক থেকে আপনি যদি একটি টপ লেভেল ডোমেইন ব্যবহার করেন আরো ভালো হয় । ডট কম ডোমেইন বিশেষ করে । কারণ ইহার প্রতি পৃথিবীর সব মানুষের বিশ্বাস রয়েছে। এবং সার্চ ইঞ্জিন গুলো প্রাধান্য দেয়। Godaddy বা Namecheap থেকে কম দামে ডোমেইন কিনতে পারবেন।
আপনি ওয়েব হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ বা ওয়েবসাইট বানালে আরোও ভালে হয়। এতে এসইও এবং ইনডেক্সিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি শুধু প্লাগইন ইন্সটল করে একটিভ করবেন আর পায়ের উপর পা তুলে কফি খাবেন।
ওয়েব হোস্টিং এর জন্য পরামর্শ দিব যে Bluehost, Hostgator বা A2 Hosting থেকে কিনবেন যদি আপনার যথেষ্ট পরিমান টাকা থাকে তবেই। যদি বাজেট খুব কম হয় তাহলে Hostinger, Dreamhost, Godaddy বা Namecheap থেকে কিনবেন।
আপনার ১২০০ রুপির মত খরচ পড়বে প্রথম বছর সাথে ১ টি ফ্রি ডোমেইন ও পাবেন। পরের বছর থেকে ১৬০০ রুপি করে খরচ হবে প্রতি বছর। আপনি নিয়মিত কাজ করলে টাকা উঠে আসবে। Hostinger ভারতীয়দের জন্য নতুন ওয়েবসাইট খুলেছে এবং বেশ কম দামে হোস্টিং অফার দিচ্ছে।
আর আপনি যদি বাংলাদেশি হন এবং কম দামে সেরা ওয়েব হোস্টিং কিনতে চান তাহলে Code for Host, Exonhost এবং Putulhost থেকে কিনবেন। এই ওয়েব হোস্টিং কম্পানি গুলো বিশ্বস্ত এবং ভালো সার্ভিস দিয়ে থাকে।
বাংলাদেশি কোম্পানি থেকে ১৫০০ টাকায় ১ বছরের জন্য ওয়েব হোস্টিং কিনতে পারবেন সাথে একটি ফ্রি ডোমেইন পাবেন। এবং পরবর্তী বছর গুলোতে ১৮০০ টাকা খরচ পড়বে। এবং আমি আবারও বলছি ঠিকভাবে ব্লগিং করলে যে টাকা খরচ করবেন তার অনেক গুন বেশি টাকা আপনি আয় করতে পারবেন।
সব শেষে এইটুকু বলতে চাই, একটি পোস্টে এসইওর জন্য যা যা থাকা উচিত সব গুলো যেনো থাকে তাহলে আপনার পোস্ট টি অবশ্যই অবশ্যই সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে। ( নুন্যতম ১ টা ছবি, ২ টা নিজের ব্লগ পোস্টের লিংক, ২ টা অন্য ব্লগ বা ওয়েবসাইটের লিংক, ৩০০ শব্দের পোস্ট)।