এতিম নিঃস্ব ও নিঃসঙ্গ
এতিম শব্দের নিঃস্ব ও নিঃসঙ্গ অর্থ
বাংলা অভিধান অনুযায়ী তো মাতা
পিতাহীন বালক বালিকাকে এতিম
বলা হয় ওদের থাকে না তো সামর্থ!
এতিম অবস্থায়ই আগমন প্রিয়নবী
(সা.)করেছেন বিষাদময় পৃথিবীতে
পিতৃছায়াহীন কী যন্ত্রণা জীবনে তা
ভোগ করেন মোদের করুণার ছবি!
সর্বদা এতিমদেরও ভালো বাসতেন
তাদের সর্বাত্মক সহযোগিতা আরো
তাদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে
উত্তম খাবার দিয়ে খুশিতে হাসতেন!
ধ্বংসের মূল হলো গ্রাস করা সম্পদ
এতিমের হক বুঝিয়ে দেও ওদেরকে
ভালোও বাসবো হৃদয়ের গভীর হতে
আর জানমাল রাখতে হবে নিরাপদ!
কোরআন মজিদে বানী আছে জানো
তোমরা এতিমের সম্পদ বুঝিয়ে দাও
অপবিত্র সম্পদকে পাক সম্পদ দ্বারা
বদল করো না এই হুকুম সবে মানো!