ওয়ার্ডপ্রেস নিউজ থিম । সবচেয়ে সেরা ০৫ টি নিউজ থিম রিভিউ:
ওয়ার্ডপ্রেস নিউজ থিম এর মাধ্যমে আপনি একটি নিউজ ওয়েবসাইট খুব সহজে তৈরি করতে পারবেন।
বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস সিএমএস (CMS) সম্পর্কে জানেনা খুব কম মানুষই রয়েছে।
কারণ বর্তমানে যতগুলো ওয়েবসাইট তৈরি হয়ে থাকে তার ৪৪ শতাংশ তৈরি হয়ে থাকে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করার মাধ্যমে।
ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম লাইব্রেরীতে রয়েছে অসংখ্য ফ্রি থিম।
শুধুমাত্র আপনাকে খুঁজে বের করতে হবে কোন থিমটি আপনার প্রয়োজন এবং কোনটির মধ্যে অনেক বেশি ফিচার রয়েছে।
আজকের আর্টিকেলে আমরা সবচেয়ে সেরা ০৫ টি ওয়ার্ডপ্রেস নিউজ থিম নিয়ে আলোচনা করব। যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন।
মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি- আপনার কাঙ্খিত ওয়েবসাইটের জন্য কখনোই নাল কিংবা ক্রাক থিম ব্যবহার করবেন না।
নাল কিংবা ক্রাক থিম ব্যবহারের ফলে আপনার ওয়েবসাইটটি যে কোনো সময় সিকিউরিটি হুমকির মুখে পড়তে পারে।
অথবা এক দল হ্যাকার খুব সহজে আপনার ওয়েব সাইট হ্যাক করে নিয়ে যেতে পারে।
তাই অবশ্যই আপনার ওয়েবসাইটটি তৈরি করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সিএমএস এর থিম লাইব্রেরী থেকে ফ্রি থিম ব্যবহার করবেন।
অথবা থিম ফরেস্ট (Themeforest) থেকে টাকা দিয়ে সম্পূর্ণ ফ্রেশ একটি থিম কিনে ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবেন।
০৫ টি প্লাগিন যা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয় WordPress Security এর জন্য সেরা ফ্রি ৫টি প্লাগিন।
তাহলে চলুন আর দেরি না করে জেনে নেই সেরা ১০টি ফ্রি নিউজ পেপার থিম সম্পর্কে।
নিম্নে আমরা দশটি ফ্রী ওয়ার্ডপ্রেস নিউজ থিম তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো আপনার অনলাইন নিউজ পোর্টালকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে।
০১। News Card
ওয়ার্ডপ্রেস থিম লাইব্রেরীতে থাকা অসম্ভব সুন্দর একটি থিম হচ্ছে নিউজ কার্ড।
এই থিমটির মাধ্যমে আপনি শুধুমাত্র একটি নিউজ পোর্টাল নয় বরং ম্যাগাজিন, টেকনোলজি, ফ্যাশন, হেলথ, ই-কমার্স ও ফটোগ্রাফি সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
নিউজ কার্ড থিমটিতে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট রয়েছে।
যার মাধ্যমে আপনি এক ক্লিকে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
News Card থিমটির বৈশিষ্ট্যঃ
ইউজার ফ্রেন্ডলি এবং ১০০ পার্সেন্ট রেসপন্সিভ
ফিচার ইমেজ স্লাইডার
ড্রপ ডাউন মেনু
রাইট সাইড বার
লেটেস্ট এবং পপুলার পোস্ট
Woocommerce সাপোটেড
গুগল এডসেন্স এড অপটিমাইজ
ডায়নামিক ফুটার
০২। Grace News
খুবই সিম্পল ডিজাইনে তৈরি করা এই থিমটি আপনার নিউজ পোর্টাল ওয়েবসাইট কে আকর্ষণীয় করে তুলবে।
একটি ডায়নামাইট ওয়েবসাইট তৈরি করতে যে সকল ইলিমেন্ট ব্যবহার করা হয়, উক্ত থিমে তার বেশিরভাগ ইলিমেন্ট রয়েছে।
এই থিমটিতে প্রফেশনাল মানের লে-আউট রয়েছে এবং থিমটি কাস্টমাইজেশন প্রক্রিয়া খুবই সহজ।
Grace News থিমটির বৈশিষ্ট্যঃ
ফিচার ইমেজ স্লাইডার
ইউজার ফ্রেন্ডলি এবং মোবাইল রেস্পনসিভ
অথর প্রোফাইল
কাস্টম কালার
ট্রেন্ডিং নিউজ স্ক্রলিং
চার কলামের ফুটার
রিসেন্ট পোস্ট।
০৩। News Portal
আপনি যদি একটি অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে চান। তাহলে প্রথমেই নিউজ পোর্টাল থিমটি আপনার ভালো লাগবে।
কারণ একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করার জন্য যে ধরনের আকর্ষণীয় লুকের থিম দরকার তার সব কিছু রয়েছে এই নিউজ পোর্টাল থিমটিতে।
মনোমুগ্ধকর এই নিউজ পোর্টাল থিমটিতে আপনি অসংখ্য প্রিমিয়াম ফিচার পেয়ে থাকবেন যা অনেক থিমে পাওয়া যায় না।
ইনউজ পোর্টাল থিমটি খুব সহজে কাস্টমাইজেশন করা যায়।
আপনি নিউজ পোর্টাল থিমটি ব্যবহার করার মাধ্যমে নিউজ ওয়েবসাইট ব্যতীত চমৎকার একটি ম্যাগাজিন ওয়েবসাইটে তৈরি করতে পারবেন।
বিস্ময়কর ০৫ টি ওয়েবসাইট যা আপনাকে মুগ্ধ করবে।
News Portal থিমটির বৈশিষ্ট্যঃ
মোবাইল ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ
গুগল এডসেন্স ফ্রেন্ডলি
অ্যাড অপটিমাইজ
সাইড বার মেনু
তিন কলামের ফুটার
রিসেন্ট পোস্ট
ড্রপডাউন মেনু
টপ বার।
০৪। Times News
আমার দেখা খুবই সিম্পল ডিজাইনের মধ্যে প্রফেশনাল লুকের অসাধারণ একটি থিম হচ্ছে টাইমস নিউজ।
এই থিমটি ব্যবহার করার মাধ্যমে আপনি একটি নিউজ পেপার ওয়েবসাইট ব্যতীত লাইফ স্টাইল, ব্লগিং, ম্যাগাজিন ইত্যাদি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
অসম্ভব সুন্দর এই থিমটিতে অসংখ্য প্রিমিয়াম ফিচার রয়েছে।
তাই আপনি চাইলে এই থিমটি ব্যবহার করে আপনার পছন্দের নিউজ পোর্টাল ওয়েবসাইটটি তৈরি করতে পারেন।
Times News থিমটির বৈশিষ্ট্যঃ
স্পিড পারফরমেন্স অপটিমাইজ
রেস্পন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি
ব্রাউজার কম্পাটিবিলিটি
RTL সুবিধা
সোশ্যাল মিডিয়া আইকন
ব্রেকিং নিউজ
সাইড বার।
০৫। Astra
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ফ্রি থিমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি থিম হচ্ছে Astra। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত থিম এটি।
Astra থিমটি দিয়ে নিউজপেপার, ব্লগ, এজেন্সি, লোকাল বিজনেস, ম্যাগাজিন, ই-কমার্স ফ্যাশন, ফটোগ্রাফি সহ ইত্যাদি অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
থিমটিতে প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং নতুন নতুন টেমপ্লেট তৈরি করা হচ্ছে।
Astra থিমটির বৈশিষ্ট্যঃ
গুগল অ্যাড অপটিমাইজ
ইউজার ফ্রেন্ডলি
পেজ বিল্ডার ফ্রেন্ডলি
এসইও ফ্রেন্ডলি
ফুল কাস্টমাইজেশন
খুবই হালকা
দ্রুত লোডিং।
Chat GPT কি? চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি।
প্রিয় পাঠক উপরে আলোচিত পাঁচটি থিম এর মধ্যে আপনার কাছে কোন থিমটি সবচেয়ে সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
সতর্কতাঃ
আমরা বিভিন্ন সময় Untrusted ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করি অথবা অল্প মূল্যে কিনে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি।
কিন্তু আপনি জেনেই অবাক হবেন যে, এই ধরনের নাল কিংবা ক্রাক থিমে তৈরি ওয়েবসাইটগুলো সবচেয়ে বেশি হ্যাকিং এর শিকার হয় অথবা ম্যালওয়ার অ্যাটাক হয়।
তাই পাঠক বিডির সম্মানিত পাঠকদের প্রতি অনুরোধ থাকবে কখনোই নাল কিংবা ক্রাক থিম ব্যবহার করবেন না।
ওয়ার্ডপ্রেস সিএমএস এর ফ্রি থিম গুলো ব্যবহার করুন অথবা বিশ্বস্ত ওয়েবসাইট থেকে পেইড থিম কিনে আপনার ওয়েবসাইট তৈরি করুন।
তাহলে ম্যালওয়ার অ্যাটাক অথবা হ্যাকিং হওয়া থেকে অনেকটাই নিশ্চিত থাকতে পারবেন।
পাঠক বিডি’র পাঠক হয়ে সাথে’ই থাকুন। ধন্যবাদ আপনাকে।