ওয়েব হোস্টিং কি
এখন হয়তো আপনারা ভাবছেন, কোন ওয়েব হোস্টিং ভালো হবে ? তাই তো ?
তবে, ইন্টারনেটে সার্চ করলে আপনারা অনেক web hosting company অবশই পেয়ে যাবেন।
কিন্তু মনে রাখবেন, professional ভাবে blogging করার জন্য আপনাদের একটি সেরা এবং ভালো ওয়েব হোস্টিং কোম্পানির থেকে হোস্টিং কিনে নিতে হবে।
হোস্টিং কেনার আগে ধ্যান রাখতে হবে এই কথা
আমার নিজের অনুভব হিসেবে, আপনাদের “Cloudways” বা “DigitalOcean” থেকে হোস্টিং কেনার পরামর্শ দিবো।
কারণ, এখানে আপনারা সেরা cloud web hosting পাবেন, যার ব্যবহারের ফলে আপনার ব্লগ বা ওয়েবসাইট অনেক দ্রুত ভাবে লোড হবে।
এবং, দ্রুত লোডিং স্পিড থাকা ওয়েবসাইট, গুগল অনেক পছন্দ করে।
তাছাড়া, বর্তমানে cloud web hosting গুলিকে সব থেকে সেরা ওয়েব হোস্টিং হিসেবে ধরা হয়।
তাই, অবশই নিজের blog গুলি host করার জন্য, cloudways বা অন্যান্য ভালো hosting company গুলির থেকে কেবল “cloud web hosting” ব্যবহার করবেন।
সবচেয়ে ভালো এবং সেরা ওয়েব হোস্টিং কোম্পানি
ভালো এবং SEO Optimized theme বেঁছে নিন
Select a good blogging theme.
ভালো জায়গার থেকে ওয়েব ক্লাউড হোস্টিং নিয়ে নেওয়ার পর, এখন আপনার একটি ভালো “Website Theme” বেঁছে নিতে হবে।
একটি ব্লগ বা ওয়েবসাইট এর থিমের কাজ হলো, প্রত্যেকটি css, javascript এবং styling codes গুলির মাধ্যমে আপনার ব্লগটিকে আকার এবং গঠন দেওয়া।
তবে, ভালো SEO optimized theme বলতে কি বোঝায় ?
আমরা সবাই জানি যে, “গুগল একটি স্লো লোডিং স্পিড থাকা ওয়েবসাইট কখনোই পছন্দ করেনা“.
আর তাই, একটি slow loading website, আপনার ব্লগের SEO র ক্ষেত্রে অনেক খারাপ।
এবং, এই কারণেই নিজের ব্লগের জন্য একটি থিম বেঁছে নেওয়ার আগেই, সেই থিমটির ব্যাপারে সম্পূর্ণ ভাবে যাচাই করে নিবেন।
যদি আপনার বেঁছে নেওয়া theme, অনেক ভারী হয়ে থাকে বা সেখানে কোডিং (coding) ভালোভাবে করা হয়নি, তাহলে সে web browser এ load হতে অনেক বেশি সময় নিবে।
এবং, এটা আপনার ব্লগের SEO র ক্ষেত্রে কখনোই ভালো হতে পারেনা। তাছাড়া, Google search থেকে traffic বা visitors পাওয়ার সুযোগ অনেক কমে যাবে।
কারণ, স্লো লোডিং ওয়েবসাইট গুলিকে, গুগল কোন সময় প্রথমের ভাগে রাংক (rank) করেনা।
আরো একটি বিষয় রয়েছে। যে কোনো অবিস্বাসী ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থিম ডাউনলোড করে ব্যবহার করলে, ভবিষ্যতে আপনার ব্লগ হ্যাক (hack) হওয়ার ৯০% সুযোগ রয়েছে।
তাহলে এখন আপনি কি করবেন ?
চিন্তা করতে হবেনা, এমনিতে, ওয়ার্ডপ্রেস এর জন্য অনেক ভালো ভালো, হালকা, এবং হালকা থিম (themes) অবশই রয়েছে, যে গুলি কোনো ভয় ছাড়া আপনারা ব্লগিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
যেমন,
Astra theme – এই ওয়ার্ডপ্রেস থিম অনেক বেশি ভালো, হালকা এবং ওয়েব ব্রাউজারে দ্রুত ভাবে লোড হয়। এই theme ব্যবহার সম্পূর্ণ lightweight এবং fast.
Astra theme আপনারা ফ্রীতেই ব্যবহার করতে পারবেন। তবে, চাইলে এর paid subscription নিয়ে কিছু premium modules ব্যবহার করতে পারবেন।
OceanWP – astra theme এর পর আমার সব থেকে প্রিয় WordPress theme হলো OceanWP. এটাও অনেক বিস্বাসী, দ্রুত এবং অনেক হালকা থিম। তবে, এই থিম আপনারা ফ্রীতেই ব্যবহার করতে পারবেন।
GeneratePress – যদি একটি well coded, দ্রুত (fast) এবং lightweight তবে free WordPress theme ব্যবহার করার কথা ভাবছেন, তাহলে GeneratePress থেকে সেরা অন্য কোনো থিম নেই।
Genesis Framework – ওপরে দেওয়া প্রত্যেক থিম গুলির মতোই, এই WordPress Theme অনেক ভালো ভাবে কোড করা এবং অনেক হালকা ও দ্রুত।
তবে, এই genesis framework আপনারা ফ্রীতে ব্যবহার করতে পারবেননা। এর জন্য টাকা দিতে হবে।
আপনি যদি একটি নতুন WordPress website বা blog তৈরি করছেন, এবং কোন ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করবেন, এটা নিয়ে ভাবছেন, তাহলে ওপরে দেওয়া থিম গুলির মধ্যে যে কোনো একটি ব্যবহার করুন।
উল্লেখিত প্রত্যেকটি থিম অনেক অনেক ভালো এবং ব্লগিং এর ক্ষেত্রে সেরা এবং অনেক জনপ্রিয়।
৫ টি সেরা ব্লগার থিম এবং টেম্পলেট
Step ৬. Optimize your blog for speed
আগেই বলেছি যে, website loading speed এখন একটি SEO ranking factor.
আর তাই, google সার্চে ভালো ভাবে রাংক (rank) করার জন্য, আপনার ব্লগ এর লোডিং স্পিড অনেক দ্রুত হতে হবে।
প্রায়, ১ থেকে ২ সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট লোড হলে, সেটা ভালো loading speed বলে ধরা হয়।
আপনি, Tools.pingdom.com এবং GTmetrix ব্যবহার করে, নিজের ব্লগ বা যে কোনো ওয়েবসাইটের loading speed কতো, সেটা জেনে নিতে পারবেন।
তবে, যদি আপনার ব্লগের লোডিং স্পিড ২ সেকেন্ড থেকে বেশি থাকে, তাহলে কিছু speed optimization techniques ব্যবহার করতে হবে।
নিজের ব্লগের লোডিং স্পিড দ্রুত করবেন যেভাবে –
Select a fast & lightweight theme :
৫৫% ব্লগের ক্ষেত্রে, ব্লগের লোডিং স্পিড স্লো হওয়ার মুখ্য কারণ থাকে, ব্লগের “heavy weight theme“. তাই, নিজের ব্লগে Astra এবং generatepress এর মতো, অনেক হালকা এবং ক্লিন (clean) থিম ব্যবহার করতে হবে।
Select a good cloud hosting plan :
আপনি যদি, সাধারণ shared hosting যে কোনো local web hosting company থেকে কিনে ব্যবহার করছেন, তাহলে আপনার ওয়েবসাইট অনেক স্লো অবশই থাকবে।
তাই, cloudways বা digitalocean এর মতো সেরা web hosting company গুলির থেকে, একটি cloud hosting plan ব্যবহার করুন।
Use compressed images :
নিজের ব্লগে আর্টিকেল লিখার সময়, বিভিন্ন ছবি (images) ব্যবহার করা হয় ।
তবে, আর্টিকেলে ব্যবহার করে প্রত্যেকটি ছবি, আগের থেকে compress করে তাদের সাইজ (size) কমিয়ে আপলোড করতে হবে। এতে, ছবি গুলি অনেক জলদি লোড হবে এবং ব্লগের লোডিং স্পিড ও দ্রুত থাকবে।
Use caching plugins :
যদি আপনি WordPress ব্যবহার করেন, তাহলে ব্লগের লোডিং স্পিড ফাস্ট করার জন্য, কিছু cache plugin ব্যবহার করতে হবে। যেমন, Wp rocket, WP super cache, W3 Total cache বা server level caching.
Important plugins for WordPress blog :
Plugin ছাড়া আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তেমনটা ভালো ভাবে তৈরি কখনোই থাকেনা।
কারণ, ওয়ার্ডপ্রেসে প্লাগিন গুলির মাধ্যমে আমরা ব্লগ এবং ব্লগের কনটেন্ট গুলিতে optimize, design, styling, function যোগ করা, speed, caching এবং SEO র ক্ষেত্রে লাভ নিয়ে নিতে পারি।
এমনিতে, WordPress এ প্রায় প্রত্যেক বিষয়ে একটি করে প্লাগিন অবশই রয়েছে।
একজন professional blogger হিসেবে, এই প্লাগিন (plugin) গুলি আপনার ব্যবহার করাটা জরুরি।