ঔদ্ধত্য বর্জন
সকলের সাথে শেয়ার করে
বহির্মুখী ব্যক্তিরা নিজেদের
মনের কথাগুলো ও তাদের
ফ্রেন্ড সার্কেল বড় হয় পরে।
সবার মধ্যে শক্তি করে লাভ
একসাথেও একাধিক কাজ
সারে গ্রুপে পছন্দ নেয় পরে
মিলেমিশে চলার জন্মে ভাব।
সর্বদা এক সাথে চলতে চায়
অন্য যে কোন লোকের সঙ্গে
তাল মিলিয়ে চলাফেরা করে
মনের মধ্যেও সুখ শান্তি পায়।
অন্তর্মুখী ব্যক্তিরা খামুশ থাকে
তারা অন্য মানুষের সাথে কথা
কম বলতে পছন্দ করে আরো
না মিশে যতো একা রয় ফাঁকে।
একা থেকে শক্তি করে অর্জন
কোন গ্রুপে থাকলে সাধারণত
সব শুনতে রয় যবে কথা বলে
শান্ত শিষ্টও ঔদ্ধত্য হয় বর্জন।
জীবনের দিকে ফোকাস সারে
নিজের মধ্যে ইহা স্বার্থপর ভাবা
ভুল একাকী বা অত্যন্ত কাছের
বন্ধু মিলে সময় কাটাতে পারে।