কতো অনুরাগ
অনেক বেশী কষ্ট পায় জগতে তারা
মানুষকে সরল বিশ্বাসে ভালো বাসে
বিনিময়ে তাদের ভাগ্যে অর্জন করে
ফেলে অনাদর অবহেলা ঘৃণা যারা।
কাউকেই ভালবাসতে নেই সরল মনে
এতে চরম দুর্বলতা আরো দৃঢ় বিশ্বাস
করার ফল শ্রুতিতেই যথেষ্ট খেসারত
সম্পূর্ণ রূপে ভোগে থাকে মনে প্রাণে।
মনে কষ্ট হয় যদি কেহ অবহেলা করে
আর এর চেয়েও অধিক কষ্টের হচ্ছে
যখনি আপনাকে অভিনয় করতে হয়
যেন কিছু তো মনে করছেন না পরে।
কতো মানুষ অসংখ্য ভাগ্যবান আছে
যারা মানুষকে কষ্ট দিয়ে আন্তরিকতা
পায় আরো যারা কত ঘনিষ্টদের স্নেহ
করেও অনেক দু:খ দুর্ভোগে ভোগছে।
বেশি ভাবলে মমতা মোহে পড়ে যাবে
কাউকে কষ্ট দিলে পরিনাম দুর্গতিতে
পড়বে ভাল বাসলে তাতে হেরে যাবে
ভুলে গেলে সারাটি জীবন কষ্টে রবে।