কতো সহনশীল
পৃথিবীতে অনেক ধরনের মানুষের বাস
কেহ তো খুব ভাল কেউ আবার খারাপ
কতো মানুষ আছে যারা অন্যায় করতে
দ্বিধা করে না পরে ডেকে আনে সর্বনাশ।
খারাপ কাজে যেন কাঁপে না তাদের হাত
অবলীলায় তারা সেই কাজ করে ফেলে
যাতে থাকে না কোন অনুশোচনা কখনো
বীর দর্পে খেয়াল খুশিতে কাটে দিন রাত।
আরো কিছু মানুষ আছে আশ পাশ যাঁরা
খারাপ কাজ করার চিন্তা মাথায় আনতে
পারে না আর সব সময় তাদের ভয় থাকে
লক্ষ্য করলে দেখবে যা ভাল মানুষ তারা।
সর্ব ক্ষেত্রেই কতো বেশি চিন্তা করতে হয়
ভাল মানুষরা সব থেকে অধিক কষ্ট পায়
কেননা ভালদের সঙ্গে খারাপ ব্যবহার যা
করা হয় বেশী ক্ষেত্রে তারা সহনশীল রয়।
খারাপ করলে যে পাপের শাস্তিতে ভোগে
ভালো মানুষ ইহা ভেবেই কোনোও খারাপ
কাজ করতেই ভয় পায় তাই তারা আরো
কষ্টের জন্যে মন্দ ত্যাগ করে আগে বাগে।