কতো হাই ফাই !

বর্তমান সময়ে আজব চলা
কতো ছেলে আছে চলাচল
করে মেয়েদের বেশে দেখে
মনে হবে পাশ্চাত্যের কোন
অভিজাত ফ্যামেলির যেন
এক মেয়ে তাকেই উপদেশ
বাণীর কিছু যায় নাহি বলা।

তারা কতোটা যে হাই ফাই
বিলাশ বহুলই বাইক নামী
দামী গাড়ি সুন্দর সু উচ্চো
বাড়ি পরনে প্যান্টের উভয়
হাটু একই ডিজাইনে ছিড়া
অথবা হাফ প্যান্ট লাগানো
যাহা বলারই অবকাশ নাই।

এতটা আধুনিক যুগের সব
যেনো ছেলেদের চুলে ঝুঁটি
বাধা ও ডিজাইন করা নানা
রকমের বেল্ট,গলায় চেইন
হাতে চুড়ি পরা কানেই দুল
শুধু মাত্র বাকী আছে শাড়ী
ছায়া ব্লাউজ ও নুপুর এসব।

তাদের অভিবাবকরা যতো
সবে খুব বেশী গুরুত্ব দিয়ে
কোন লেবাস কখন ই পরে
আর কাহার সাথে কোথায়
চলাচল করে তা লক্ষ্য যদি
তারা রাখতো তবে ছেলেরা
বেয়াড়া যেনো হতনা এতো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *