কত নিষ্ঠুর
রে নির্দয় আরো পাষাণ লোক
তোর কি কোন লাগেনা দুঃখ!
দুঃখে মোর ভেষে যায় চোখ
কষ্ট লাগে মলিন দেখলে মুখ!
শীঘ্রই পূরণও করি তোর ভুক
কামনায় থাকি পাও যেন সুখ!
উন্নতির তরে কাজ করি কত
আর চাহিদা পূরণ হউক শত।
ঘরের বের হলেও বাড়ে চিন্তা
না আসা পর্যন্ত করি দুশ্চিন্তা।
আগমনের পথেও চেয়ে থাকি
শব্দ শুনলেই নাম ধরে ডাকি।
বাড়ীতে যখন তোর আসা হয়
মনে প্রাণে শান্তি কত না রয়।
নামাজ বন্দেগিতে লেগে যাই
তোমাকে পেয়ে অশান্তি নাই।